আমাদের সমাজে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে বলা হলেও, সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য এর কথা বলা হয়না। এমন অনেক পরিবার আছে, যারা অকারণে সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে। বৈষম্য করে। বিভিন্নভাবে অপমান করে। দুনিয়াবি কাজে সাফল্য না থাকলে, তাকে সবসময় মেন্টালি টর্চার করে।
বর্তমান সমাজে এই সংকট অনেক বেশি। এই সমস্যা আমাদের দেশে অনেক পরিবারেই দেখা যায়। মা বাবা তাদের সন্তানদের উপর জুলুম করে। এক সন্তানের সাথে ভাল ব্যাবহার করে আরেক সন্তানের সাথে খারাপ আচরন করে। কাউকে জমি জমা বেশি দেয়, কাউকে কম দেয়। কারো বউ এর সাথে চাকরের মত আচরন করে, কারো বউ এর সাথে নিজের মেয়ের মত আচরন করে। প্রবাসী ছেলেদের উপর জলুম করা হয় বেশী।
মা-বাবা হইছে বলে সন্তানের মাথা কিনে নিয়েছে, এমন ধারণা থেকে অনেক পিতা মাতার বের হয়ে আসা উচিৎ।