PLEASE SUBSCRIBE
================ ফোন দাও বন্ধু বানাও, নতুন নতুন বন্ধু বানাও আর আড্ডায় মেতে ওঠো! বন্ধুত্ব থেকেই শুরু, তারপর হোক নতুন কিছু! যদি বন্ধু হও হাতটা বাড়াও, বন্ধু ছাড়া Life Impossible
মোবাইল কোম্পানিগুলোর বন্ধু বানানোর উদ্ভট অফার কিসের জন্য? যাতে সমাজে ধর্ষণ, পরকীয়া, ব্যভিচার বাড়ে?
পুরুষ ও নারীর সম্পর্ক কি শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ থাকে?
হুমায়ূন আহমেদ বলেছেন — ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর নাহয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।
বেশির ভাগ গবেষণায় দেখা যায়, বিপরীত লিঙ্গের কারো সঙ্গে দীর্ঘ সময় শুধু বন্ধুরূপে থাকা সম্ভব হয় না। যদি বিপরীত লিঙ্গের কারো সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়।
অবৈধ ভালোবাসা অনৈতিক সম্পর্কের মোহ তৈরী করে…অনৈতিক সম্পর্ক সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায়।
যদি কোনো মানুষ নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশের চেষ্টা বারবার করে, আপনার সঙ্গে ঘনঘন দেখা করতে যায়, আপনাকে প্রেমময় বার্তা দেয় তাহলে বুঝতে হবে সে বন্ধুত্বের বাইরেও কিছু ভাবছে আপনাকে নিয়ে।
অদৃশ্য একটু খানিক মরীচিকার আশায়, অনেক বড় কিছু হারাচ্ছি আমরা। সচেতন নাগরিক হিসাবে সব অসভ্যতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের নিজেদেরই।
বন্ধু নির্বাচনে সতর্ক হন!!!
বিপদে বন্ধুর পরিচয়
সালাউদ্দিন লাভলুর শিক্ষা ও বিনোদনমূলক নাটক।
কবিরাজের বউয়ের একটা ছেলে বন্ধু আছে
কবিরাজের বৌটার একজন ছেলে বন্ধু ছিল
কবিরাজের বৌয়ের একজন ছেলে বন্ধু ছিল
কবিরাজের বউয়ের একটা পোলা বন্ধু আছে
পোলা বন্ধু থাকলে কি হয়?
অভিনয়ে
জাকিয়া বারী মম
ফজলুর রহমান বাবু
আমিন আজাদ
মুকুল সিরাজ
পলাশ
মহসিন আকাশ
✅ Please subscribe:
https://www.youtube.com/bdtopten
Follow us on Twitter:
Like us on Facebook:
https://fb.com/bdtop10
Join us on Facebook:
https://fb.com/groups/bdtopten
Website: https://www.BDTOPTEN.com
✅ BDTOPTEN Tube:
https://www.tube.bdtopten.com/author/bdtopten/