💡 একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এই নির্বাচন সত্য ও ন্যায়ের কবর রচনা করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতে আর কোনো ভাবেই মানুষের আস্থা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। যতদিন চুরি করতে পারবে ততদিনই ক্ষমতায় যেতে পারবে। এমন অনিয়মের নির্বাচন মানুষ এর আগে কখনো দেখেনি।
তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে যে তারা বিশ্বাস করে না, জনগণের প্রতি তাদের আস্থা নেই এটা তারা দিবালোকের মতো প্রমাণ করে দিয়েছে। এবারের নির্বাচনে যে মানুষের আস্থা ছিলো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই।
তিনি আরো বলেন, এটা কোনো নির্বাচন নয়, জনগণ কখনো ভুল করেনা। এ নির্বাচনেও অবাধে ভোট দিতে পারলে আওয়ামী লীগ ধুয়েমুছে যেত। কাদের সিদ্দিকী আরো বলেন, এ রকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি। মানুষের নির্বাচনের প্রতি যতটা আস্থা ছিল তা নষ্ট হয়ে গেছে। সারা বাংলাদেশে যেভাবে শুনেছি ও সখীপুর-বাসাইলের নির্বাচন আমি নিজ চোখে দেখলাম এটাকে কোনো নির্বাচন বলে না।
✅ PLEASE SUBSCRIBE
https://www.youtube.com/bdtopten
🔔DON’T FORGET TO CLICK THE BELL ICON🔔
✅ BDTOPTEN Tube:
https://www.tube.bdtopten.com/author/bdtopten/
Follow us on Linkedin:
https://www.linkedin.com/company/bdtopten/
Follow us on Twitter: @bdtopten
Like us on Facebook:
https://fb.com/bdtop10
Join us on Facebook:
https://fb.com/groups/bdtopten
✅ Web: https://www.bdtopten.com
#kadersiddikireaction #election2018 #hate